Blog
টিনএজারদের জন্য টিনটপস
সময় এখন তারুণ্যের। আর দেশের স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড ঢাকা ফ্যাব্রিক্স এর পথপরিক্রমা ‘আমরা সময়কে রাঙিয়ে তুলি’ এই ব্রত নিয়ে, তাই স্বাভাবিকভাবেই তারুণ্যের এই সময়কে রাঙিয়ে দিতে প্রচেষ্টা থাকে সবসময়ই। সেইলক্ষ্যেই ঢাকা ফ্যাব্রিক্স টিনএজার মেয়েদের জন্য বাজারে নিয়ে এসেছে টিনটপস নামে কালারফুল, স্টাইলিশ ও কম্ফোর্টেবল দারুণ এক আইটেম। স্পান্ডেক্স বা লেকড়া, টুইল ও ডেনিম ফেব্রিক্সে তৈরি করা মাল্টিকালার এই পোশাক টিন এজ মেয়েদের পছন্দের তালিকায় যে দ্রুত জায়গা করে নেবে এ কথা বোধ হয় বলা যায়।
তারুণ্য সব সময়েই গতিশীল। সেই গতি বাধাপ্রাপ্ত হতে পারে যদি পোশাক নির্বাচনে ভুল হয়ে যায়। ঢাকা ফ্যাব্রিক্স-এর টিনটপস্ তারুণ্যের স্বাভাবিক গতিকে ব্যহত না-করে বরং আরও বেশি গতির আনন্দে টিনএজার মেয়েদের স্বচ্ছন্দ চলাফেরায় ভূমিকা রাখবে। ডিজাইনের পাশাপাশি পোশাকের রঙ, সুতা এবং প্রস্তুত প্রক্রিয়ায় ঢাকা ফ্যাব্রিক্স-এর পণ্যে যত্নের ছাপ সুস্পষ্ট।